আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। কিভাবে.xyz বাংলা প্রশ্ন উত্তর ভিত্তিক একটি ওয়েবসাইট। যেকোন ধরনের প্রশ্ন আমাদের এই প্লাটফর্মে আপনার জিজ্ঞাসা করতে পারেন এবং আমাদের এক্সপার্ট টিম সেই প্রশ্নগুলোর উত্তর দিবে। তবে চাইলে আপনি যেকোন প্রশ্নের উত্তর দিতে পারবেন।
কিভাবে তে যেকোন প্রশ্ন, উত্তর, পোস্ট, কমেন্ট ইত্যাদি সকল সুযোগ সুবিধা ভোগ করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট ছাড়া আপনি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না।
আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যার মুখোমুখী হন তাহলে এই পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন।
কিভাবে.xyz এ অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম
অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের ধাপগুলো মেনে চলুন।
ধাপ ১ঃ প্রথমে এই লিংকে ভিজিট করুন – https://www.kivabe.xyz । অথবা, হেডার থেকে Signup বাটনে ক্লিক করুন।
ধাপ ২ঃ এবার রেজিস্ট্রেশ্ন করার জন্য যেসকল তথ্য চাইবে সেসকল তথ্য সঠিকভাবে দিয়ে দিন।
- Username: রেজিস্ট্রেশনের শুরুতে আপনাকে একটি ইউজারনেম দিতে হবে। এই ইউজার নেমটি অবশ্যই ইউনিক হতে হবে। ইউজারনেমের মাঝে স্পেস ব্যবহার করা যাবে না।
- First Name: আপনার নামের প্রথম অংশটি দিবেন। যেমনঃ Sany
- Last Name: এখানে আপনার নামের দ্বিতীয় অংশটি দিবেন। যেমনঃ Ahmed
- Gender: এখানে আপনি আপনার লিঙ্গ দিবেন। আপনি ছেলে হলে Male এবং মহিলা হলে Female দিবেন।
- Phone: আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। এটি চাইলে আপনি প্রাইভেট করে রাখতে পারবেন।
- Country: আপনার দেশ নির্বাচন করবেন।
- Age: আপনার সঠিক জন্ম তারিখ এখানে দিতে হবে।
- E-Mail: এটি অনেক গুরুত্বপূর্ণ। সঠিক ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে। ফেক ইমেইল অ্যাকাউন্ট দিলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তাছাড়া আপনাকে আপনার ইমেইল ভেরিফিকেশন করতে হবে।
- Password: এখানে শক্তিশালী একটি পাসওয়ার্ড দিবেন।
- Confirm Password: আপনার দেওয়া পাসওয়ার্ডটি পুনারায় এখানে দিবেন।
ধাপ ৩ঃ সবগুলো তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফোরাম পূরণ করার পর By registering, you agree to the Terms of Service and Privacy Policy এ ঠিক দিয়ে Signup এ ক্লিক করুন।
ধাপ ৪ঃ এবার আপনাকে ই-মেইল ভেরিফিকেশন করতে হবে। আপনি রেজিস্ট্রেশনের জন্য যে ইমেইলটি দিয়েছেন সেই ই-মেইলে Signup করার ১ মিনিটের মধ্যে লিংক চলে যাবে। লিংকে ক্লিক করার মাধ্যমে ই-মেইল ভেরিফিকেশন সম্পন্ন হবে।
যদি ভেরিফিকেশন করার জন্য ই-মেইল না যায় তাহলে Resend verification email এ ক্লিক করে পুনারায় ফেরিফিকেশন মেইল পাঠাতে হবে। এর পরেও যদি ভেরিফিকেশন ই-মেইল না যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ম্যানুয়ালী অ্যাকাউন্ট অ্যাকটিভ করে নিতে হবে।
যোগাযোগঃ Contact Us
এভাবে আপনি সহজেই কিভাবেতে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।